-------
আজ ও কি রাত জেগে চাঁদ দেখো?নাকি ঘুমিয়ে যাও।
আজও কি খুব ভোরে প্রভাতীর রবি দেখো?নাকি ঘুমিয়ে থাকো!
আজও কি শিশির ভেঁজা ঘাসে হাটো?নাকি ঘর কোণোতে বসে থেকে শুধুই স্মার্টফোন স্ক্রলিং করো?
নাকি এসবের কিছুই আর ইচ্ছে করেনা?মনে হয় কি তোমার কি যেন এক মৌনতায় মৃতপ্রায় তুমি!
আজও কি সন্ধ্যার ঐ গোধূলি আকাশটা দেখো?নাকি অস্ত যাওয়া দিনটিতে আর কিছুই মনে করতে পারো না!
আজও কি ঐ পথশিশু,বিধবার
ক্ষুধার্ত-হাহাকার শুনো?নাকি
এসব আর চিন্তায়-মননে ধরে না!
আজও কি অনাথ,অসহায়, ধর্ষিতা,বঞ্চিতা মাজলুম কূলের
আর্তনাদ শুনো?নাকি শুনেও বধির ভাব নিয়ে এড়িয়ে থাকো!
আজও কি হেঁয়ালি মনে তোমার অপবিত্র যৌবনের ফসলে কোনো বিপ্লবী জন্মাবার বিভ্রোমের ভাবনা-ভাবো?
নাকি কেবল পবিত্র যৌবনের মৌনতায় শুধু স্বপ্নই বুনো!নাকি অপবিত্র যৌবনাধীকারীদের নাক ছিটকে স্বদম্ভে এড়িয়ে চলো!
লেখক লোকমান হাকীম
ছাত্র আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০