------
মাসের পর মাস গেল বর্ষার পর শীত
শত প্রহর গুনে এলো বছর,
আবার জেগে ওঠা অতীত
গুমরে নিভৃতে কাঁদছে শুধু মনের শহর।
শিউলি ফুল ফুটে আবার ঝরে পরে
চায়ের কাপে জমে নীরবতা,
আষাঢ়ের কালো মেঘ জমে ভিতরে
আর্তনাদে হৃদয়ে অনুভবে ব্যথা।
তোমার ও কি হয় এমন
মন খারাপের শহরে ঝড়ে বৃষ্টি,
কষ্টের স্রোত বয়ে যায় যখন
চারদিক ঝাপসা হয়ে আসে দৃষ্টি।
একসাথে চলা একসাথে বলা
সব-ই কেমন ধূসর রঙে ঢাকা,
ভেবে ভেবে একাই কাটে বেলা
মনের ক্যানভাসে কল্পনার ছবি আঁকা।
কত হাসি কত কান্না একসাথে
পাশাপাশি নদীর পাড়ে হাটা,
বিষন্নতা গ্রাস করে নিয়েছে তাতে
জীবনটা ছিলো সাদামাটা।
অধীর আগ্রহে বসে আছি আশায়
হয়ত আবার বসন্তে ফুটবে ফুল,
মাতবে লাল আলোর নতুন দিশায়
কাঁচের মত যাবে ভেঙে ধারনা যত ভুল।
যেদিন নতুন ভাবে সাজবে প্রকৃতি
পুষ্প গুচ্ছ করবে তোমায় অর্পণ,
আঁধার ভেঙে জ্বলবে জোনাক বাতি
ফিরবে আবারো করে প্রত্যাবর্তন।
হোক আবার অভিমানের দোর ভেঙে
নতুন করে ফিরে আসার গল্প,
লেখা হোক নতুন উপন্যাস প্রসঙ্গে
গড়ুক ভালোবাসার পাহাড়,রাগ না হয় অল্প।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০