~চড়ুইভাতি~
-মো: রিফাত আলম
ট্রেনের গতি আজ মনকে হারায়,
আশেপাশে তাই জোনাকি ছড়ায়।
অচীন দেশে যেতে হবে আজ,
পরতে হবে তাই স্বপ্নেরই সাজ!
হাসুক না লোকে,বলুক না কথা,
আজ চাই যে আমি তারই দেখা!
হারিয়ে যাবো এই সমাজ থেকে,
এদিক-সেদিক পাখিদের নীড়ে।
ছুটবো আজ ওই পাহাড়ের দলে-
ঝর্নাদের ওই মুক্ত জলে,
বলবো কথা আমি আজ তোমার সাথে,
চড়ুইভাতির ওই সুপ্তসাজে!
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০