~ বিলের তটে ~
– মো: রিফাত আলম
বহুদিন পর যাব বিলের তটে ,
বন্ধুরা তাই আজ আয় না ছুটে-
গাইবো আজ ঐ পাখির সুরে,
থাকবো না আজ এই শহরের ভিড়ে।
ডাক না কেউ ঐ নৌকার মাঝি,
চাইনা যে কোনো জীবন বাজি!
আজ যাব যে ছুটে তেপান্তরে,
শুভ্র শালিক আছে যে প্রান্তরে।
আজ পদ্ম ফুলের থাকুক না আবেশ,
শাপলারও আজ হোক না প্রবেশ!
আজ বন্ধুরা সবাই বলবো কথা,
রাখবো না মনে কোনো ব্যথা।
আজ কচুরিপানা থাকুক মিশে,
মাঝিরাও সাথে থাকুক বসে-
গোধূলির আজ নেই যে মানা,
ভাব প্রকাশের তাই নেই শব্দ জানা!