------------
কোনো আলিঙ্গন নয়,
কোনো স্পর্শ নয়
শুধু প্রিয়তমার একটি কথাই
জাগ্রত করত
স্বর্গীয়, সুন্দর ও নিষ্কাম প্রেম।
স্বপ্নে বিভোর হতাম
প্রিয়তমাকে নিয়ে যখন,
বারবার মনে হত
আমি তো নই একা
দু'জন এখন।
দুজনের দু'টি মন
তৈরি করে নিয়েছিল
একটি ভুবন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০