দিগন্তে তুমি
মোঃ সজিব হোসেন
কম্পিত মনে ভূ-কণ্ঠে দাঁড়ায়ে
দিনকে দিন বয়ে যায়,
আমি যে হেথায় কোন অভিপ্রায়ে?
কেহই না জানিতে চায়।
স্বর্ণ দিনের জীর্ণ-জরা
কোথায় হারায়ে গেলো!
শুধাই তোরে তিমির ধরা
কখন ছড়াবি আলো?
আবার সেই স্বর্ণ দিনে
ফিরে যেতে চাই আমি,
তোমার আবাস হৃদয় বীণে
আজও অন্তর্জামী।
তুমি বর্ষায় ফোটা কামিনী
তুমি সুভাস ছড়ানো কেয়া,
তুমি বয়ে চলা স্রোতস্বিনী
তুমি স্মৃতির ঘাটের খেয়া।
স্মৃতির গাঁথা পুঁতির মালা
পড়ায়ে তোমার গলে,
লক্ষ স্মৃতির এক জানালা
চন্দ্রমাতেও জ্বলে।
অকূল সাগরে অনিত্য আশা
দিগন্ত অবধি নীর,
তাহাতে মোর সেই ভালোবাসা
ক্ষণজন্মা ভোরের শিশির।
হৃদযন্ত্র আজ ব্যাথায় সিক্ত
মরিচীকা তব সুখ,
আমি নিঃস্ব, আমি রিক্ত
শোকাতরে বন্দী এ বুক।
বেদনা সিক্ত দুঃখ-ক্লেশ
বাদল ধারায় ঝরে,
ক্ষণ পানে চেয়ে রব অনিমেষ
হাজার বছর ধরে।
দিগন্তে দেখি তুমি অবশেষে!
বিভোর ছিলেম খোঁজে,
সেই হেতু আসি ছদ্মবেশে –
কিঞ্চিত পদব্রজে।
পুলকিত মনে দিগন্ত রেখে
তুমি বয়ে চলা পারাবার,
তুমি অবলারে আঁখি ভরে দেখে
এমন সাধ্য কার?
সজিব হোসেন
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা