এ কেমন পৃথিবী
অভাব যেখানে দূরন্ত
চাহিদা সেখানে রুদ্ধ।
কর্তব্য যেখানে দূরবার
আকাঙ্ক্ষা সেখানে বিমূঢ়।
ধর্মে কর্মে প্রথম কাতারে
দাঁড়াচ্ছে ওই ধনীরা,
গড়ে তুলেছে ভোগ বিলাস
আর সঞ্চয়ের পাহাড়।
আর, গরীব!
নিপীড়িত, লাঞ্ছিত, প্রবঞ্চিত হয়ে
কলের পুতুলের মতো,
অবিশ্রান্ত সংগ্রাম করে চলছে
বেঁচে থাকার তাগিদে।
তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা
সুখ, স্বাচ্ছন্দ্য আর প্রেম
প্রলয়েনের অবকাশ মাত্র।