বসন্তের মাধুর্যতা
মৃত্তিকা ইসলাম
যখনই খুলেছি দুয়ার
তখনই অনুভব করেছি
দক্ষিণের স্নিগ্ধ প্রভঞ্জন।
হালকা শীতল হাওয়া
মনে পড়লো বসন্ত দিল ধরা।
প্রকৃতি যেনো সেজেছে
এক অপরূপ সৌন্দর্যে
চারিদিকে রঙিন সমারোহে।
ডালে ডালে নতুন সবুজ পাতা
কী অপরূপ সাজিয়েছে বিধাতা!
বসন্ত এলো যে ধরায়
উদাসী কোকিলের সুর মন ভরায়।
আহা!
আজি এ বসন্তে
নিতম্বিনীরা সাজে পুষ্প দিয়ে,
পাখিরা গান গায় মিষ্টি সুরে।
ফুল কলির ডগা নড়ে
ফাগুনের হাওয়ায়।
ফুল ফুটে ডালে ডালে
মৌমাছি মধু খুঁজে,
প্রজাপতি মিলন মেলে,
সবকিছুই অপরূপ লাগে।
ফাল্গুনের রক্ত ঝরা
মনে পড়ে ভাষা শহীদের কথা?
রং রাঙা চারিপাশে
বসন্তের আনন্দে সবাই মাতে।
- মৃত্তিকা ইসলাম
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০