ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. সর্বশেষ

মুহাম্মাদ দিদার বিন আজাহার-“জাহান্নামি মুসলিম”

প্রতিবেদক
নিউজ এডিটর
৬ মে ২০২১, ২:৪৯ অপরাহ্ণ

Link Copied!

ইমান যার অন্তরে রয়েছে- পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ-
আখেরী নবী মানে যে- বলে মুহাম্মাদূর রাসুলুল্লাহ-
তার কোনো নেই ভয় একদিন কেটে যাবে জিল্লত
মান ক্বলা লা ইলাহা ইল্লাল্লাহ-ফাদাখলাল জান্নাত।
কিন্তু তাকে ভোগতে হবে করেছে সে যত পাপ
জান্নাতে তবে তখনই যাবে হয়ে গেলে গুনা মাফ।
এক নাম্বারে সেই হতভাগা হবে নরকের ইন্দন
দুনিয়াতে যেছিল পিতা-মাতার অবাধ্য সন্তান।
হারাম উপয়ে যে মুসলিম গড়িয়াছে ঐস্বর্য-
নারের হুতাশন তার জন্য করা আছে ধার্য।
যে করেছে সম্পর্ক ছিন্ন আত্মীয়তার-
আবাসন হবে তার অগ্নখচিত নার।
যে আছে ধরায় প্রতিবেশীকে কষ্ট দানকারী-
দিয়েছে ধোঁকা; খেয়েছে যে অন্যের হক মারি।
কথায় কথায় যে দেয় খোঁটা;করে যে গালিগালাজ-
যে করেছে বসুধায় লোক দেখানো আমল বা কাজ-
জাহিমে তারা আজ দেখবে কৃশানুর যত তীব্রতা!
নরকের কাঠ হবে সে-যে করেনি রাসুলকে ইত্তেবা।
রাসুল-বিচ্যুত হয়েছে যারাঃ-“কুল্লু মান আবা”
জাহান্নামে যাবে গিবত কূটনামি করেছে যেবা।
অন্যের পিতাকে যে বাবা বলে দিয়েছে পরিচয়-
বিনা কারণে কথায় কথায় যে নারী তালাক চায়-
কিয়ামতের মাঠে সেদিন তাকে ক্ষমা করবে না মান্নান
মুসলিম হলেও তার জন্য অবধারিত হইবে জাহান্নাম।
কোন সে দাম্ভিক ধরণীতে যে চলে দম্ভভরে-
ওয়ারিস বঞ্চিতকারী যত আছে এ ধরাচরে-
ছাড়া পাবে না সেদিন এইসব জালেম
ক্ষিতির জন্য যে অর্জন করেছে এলেম।
যেই নেতারা জনগণকে শুধুই দেয় ধোঁকা-
পতিত হবে সে নারে খাবে তাকে সর্বভুকা।
যেই মুসলিম করে চুলে কালো কলব, মদপান ইত্যাদি
বের হবে তারা সাজা ভোগিয়া থাকবেনা নারে অনাদি।
মুসলিম হয়েও তবে তারা আগে যাবে শিখিনে
এই অপরাধ ক্ষমা হবে না আমলে-তওবা বিনে।

33 Views

আরও পড়ুন

পাসের হারে দেশসেরা যশোর বোর্ড : জিপিএ-৫ পেয়েছে ২০৭৬১ জন

জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮% জিপিএ-৫ পেয়েছে।৩৪ জন।

১০ বছর যাবৎ ম্যানেজ করেই চলছে মইজ্জ্যারটেকের হাক্কানী খাদ্য কারখানা!

বাগেরহাট জেলার শরণখোলাতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত।

আগামীর লোহাগাড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় ও সাংবাদিকদের মিলনমেলা লোহাগাড়ায়

মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেলো আফিফ আল হোসাইন।

হাঁস প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস

সাংবাদিক নির্যাতন ও কর্তব্য কাজে বাধা,নিন্দা জানিয়েছে বিএইচআরএফ

এসএসসি ও সমমান পরীক্ষার চলতি বছরের ফল প্রকাশ আজ

নওগাঁর পত্নীতলায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।

নাগরপুরে মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

দীর্ঘ ১৫ বছর পর বুটেক্সে ওসমানী হলে আসলো পরিবর্তন