------
কিছুদিন আগেও,
রাস্তায় কুকুর দেখে লোকেরা তাদের বাচ্চাকে বলে উঠতো "সরে দাঁড়াও কুকুর আসছে, কামড়ে দিবে"
কিন্তু আজ কদিন যাবত,
রাস্তায় মানুষ দেখলে কুকুররা তাদের বাচ্চাকে বলে উঠেঃ
"সরে দাঁড়াও মানুষ আসছে, কামড়ে দিবে"।
কুকুরের ছোট্ট বাচ্চাটি মাকে জিজ্ঞেস করলো "মা! এতোদিন কোন মানুষ তো আমাদের কামড়াতে আসেনি?"
মা উত্তর দিলোঃ
"এখন থেকে কামড়াতে আসবে, ওদের বিষাক্ত দাঁত গজিয়েছে; রক্ত খেতে শিখেছে'' কাশ্মীর আরাকান ফিলিস্তিন ও সিরিয়াতে তারা স্বজাতির মাংস চিবিয়ে খাচ্ছে।
তাই বলছি, "সড়ে দাঁড়াও; মানুষ আসছে"...।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০