আসক্ত মেঘকণ্যা
শুনছো প্রিয়?
যদি কখনো মেঘকণ্যার বেশে
উড়ে যাই ঐ মেঘমুক্ত আকাশে.
মেঘরাজ হয়ে অপেক্ষায় থাকবে তো আমার?
আমার এই মুষ্টিমেয় অভিমানের কাছে,
পরাজয় বরণ করে.
চেয়ে থাকবে তো আমার ফেলে আসা পদচিহ্নের পানে?
জানো তো মেঘরাজ.
মাঝে মাঝে সত্যি পরিবেশটা লাগে ভিষন বিষাদময়!
সম্পর্কগুলোতে অনুভূত হয় তিক্ততার ঝাপ.
ঝাপসা আলোয় যখন চির চেনা এই পথ গুলো ভয়ংকর রকমের হুঙ্কার ছাড়ে!
তখন সত্যিই ইচ্ছে হয় উড়াল ছাড়ি দূর আকাশে.
মন আঙিনার সেই অভিমানী ধস,
নিজেকে গুটিয়ে নিতে বাধ্য করে.
অন্ধকার সেই মূহূর্ত গুলোতে,
তুমি আগলে রাখবে তো আমায়?
আমার মনের সব অন্ধকারকে চোখ রাঙিয়ে..
ভাসতে দেবে তো তোমার ভালোবাসার জোছনায়?
আমার মনের জগৎ টা যে শুধু তুমিময়।
তাই তো বেলা শেষে এই মেঘকণ্যা তোমাতেই আটকায়।
তুমি ছাড়া আমার আমি যে বড্ড অসহায়!!
প্রিয় মেঘরাজ.
হাজারো রিক্ততার মাঝে তোমার ভালোবাসার সুরে বন্দি করে রাখবে তো আমায়?
সব বিষন্নতাকে বিদায় দিয়ে.
বাঁধা পড়তে চাই তোমার প্রেম মোহনায়।
তোমার ঐ নির্মলিত চোখে চোখ আমি না হয় স্বিকার করে নেব.
"প্রিয় বাঁধা পড়েছি তোমার ভালোবাসায়"।
লেখিকা: মাইশা আক্তার নিশিলা।
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০