শেখ মো. নুরুল হুদা চৌধুরী
সকালের কাক ডাকা ভোরে
পুব আকাশে যখন সূর্য উঁকি দেয়,
আমি চোখ মেলে প্রথম দেখি
আমার বাংলা মাকে।
সবুজ শ্যামল মায়ের বুকে
খুব আদরে আমার বেড়ে উঠা,
যেখানে আমার শৈশব, কৈশোর আর
যৌবনের অজস্র স্মৃতি কথা।
আমার বাংলা মা
আমি ভালোবাসি তোমার রূপ,
তোমার বয়ে চলা নদী
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা
সবুজ বৃক্ষরাজির পাহাড়।
মা, তোমাকে পেতে
ঝরেছে প্রচুর রক্ত,
হাসিমুখে তোমার ছেলেরা দিয়েছে প্রাণ।
হায়েনাদের হাত থেকে তোমাকে বাঁচাতে
বঙ্গবন্ধু জাতিকে করেছিলেন এক,
স্বাধীনতার ঘোষণা দিয়ে
জাগ্রত করেছিলেন কোটি মানুষের বিবেক।
বঙ্গবন্ধুর সোনার বাংলা
আজ ডিজিটাল বাংলাদেশ,
বঙ্গকন্যা শেখ হাসিনার ভিশন
গড়তে হবে স্মার্ট বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০