আনন্দ মিয়া
কোথাও ভালোবাসার সঙ্গে দেখা হলে
বলে দিও -
ভালো থাকারাও তাঁরই মোহে তন্দ্রাচ্ছন্ন!
কোথাও ভালোবাসার সঙ্গে দেখা হলে
বলে দিও -
ভাঙ্গা খুপরির ভেতরে আজো দাপাদাপি করে একজোড়া খয়েরি কবুতর !
কোথাও ভালোবাসার সঙ্গে দেখা হলে
বলে দিও -
সমস্ত মাঠ ছেয়ে গেছে সর্ষে ফুলে
সে যেন একবার আশীর্বাদ দিয়ে যায় !
কোথাও ভালোবাসার সঙ্গে দেখা হলে
বলে দিও -
বলে দেওয়া সব শীতের শিশিরে
শত না বলা বসন্ত লেগে আছে !
--------
মো: আনন্দ মিয়া
শিক্ষার্থী: ইতিহাস বিভাগ( ৪র্থ বর্ষ),
ঢাকা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০