ঢাকামঙ্গলবার , ২১ মে ২০২৪
  1. সর্বশেষ

বাবার চোখে জল!!

প্রতিবেদক
নিউজ এডিটর
৩০ জুলাই ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ

Link Copied!

ঘড়ির কাঁটার টিক টিক আওয়াজ হচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে। সেই সন্ধ্যা থেকে আকাশটারও আজ মন খারাপ। হঠাৎ মেইন দরজায় কারো ঢোকার শব্দ পেলাম। আমি উঁকি দিয়ে দেখি আব্বু এসেছে। গঞ্জে গিয়েছিল বাজার করতে। হয়ত বৃষ্টিতে আটকে পড়েছিল কোথাও। ভিজে একদম একাকার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা পনেরো বাজে তখন। তোয়ালাটা এগিয়ে দিলাম আব্বুর দিকে। তোয়ালাটা হাতে নিয়ে মাথাটা মুছতে মুছতে বললো।

-কি রে মা ঘুমাসনি এখনো?

এই প্রশ্নে অপ্রস্তুত হয়ে গেলাম কিছুটা।
কি বলবো আব্বুকে? তার মেয়ের চোখে যে এখন ঘুমের বদলে কান্নারা লুকোচুরি খেলে! আমি যে ঘুমের সাথে আড়ি দিয়েছি অভিমান করে। আমারই বা দোষ কোথায় ? আঠারো বছরের স্মৃতিগুলো সঙ্গে নিয়ে সবাইকে ছেড়ে নতুন এক জগতে পা দিতে যাচ্ছে তার মেয়ে। চেনা মানুষগুলোকে না দেখে থাকতে হবে বছরের পর বছর। আমার দীর্ঘশ্বাস ভরা কষ্টগুলো কি করে বুঝাবো তাকে?
কল্পনা থেকে বাস্তবে ফিরে এলাম আব্বুর ডাকে।

-কি রে জবাব দিলি না যে!
-না মানে আব্বু! এমনি ঘুম আসছিল না। মাথা ব্যথা করছিল তো!
-আচ্ছা বাজারের ব্যাগটা ঘরে নিয়ে রাখ। কাল বাদে পড়শু তোর বিয়ে। এভাবে রাত জাগলে শুকিয়ে যাবি রে মা। মাথাব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়।
-তুমি ভাতটা খেয়ে নাও, তারপর ঘুমাবো।
-ঠিক আছে। আমি হাত মুখ ধুয়ে আসি।

আব্বু খাচ্ছে আমি দেখছি মন ভরে। না জানি আর কবে এমন করে দেখার সুযোগ পাবো! আব্বুর খাওয়া যখন শেষের দিকে তখন মনের অজান্তেই বলে ফেললাম,

-আব্বু আমায় একটু খাইয়ে দিবে?

আমার কথায় কিছুটা চমকে উঠলো আব্বু। কি যেন ভেবে ভাতের নলা আমার দিকে এগিয়ে দিলো। আমি খাচ্ছি আর অঝোরে চোখের জল পড়ছে। মনকে কিছুতেই বোঝাতে পারছি না। হাউমাউ করে কেঁদে দিলাম আব্বুকে জড়িয়ে ধরে। আব্বুও কাঁদছে। বাইরে আকাশটাও কাঁদছে। মেঘগুলো বিদ্যুৎ চমকাচ্ছে এই দু্র্লভ মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে আর..!

কিছু অনুভূতি হয়ত অভিমান জমিয়েই পাহাড় গড়ে- কোনো এক ক্লান্ত ক্ষণে ঝড়বে বলে।

উম্মে হাবীবা রুমি
জামাতীর বাজার গ্রাম, নীলফামারী।

51 Views

আরও পড়ুন

চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদ

ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ সফরসঙ্গী কেউ বেঁচে নেই

শরণখোলার সাউথখালী ইউনিয়নে চার কোটি টাকার বাজেট ঘোষণা।

সৌদি প্রবাসীকে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার ছিনতাই: জনতার হাতে ধরা খেলেন খুলশী থানার এসআই আমিনুল!

ইরানের প্রেসিডেন্ট ইহজগতে আর নেই

ইরানের প্রেসিডেন্ট রাইসির উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য

ইন্ডিজিনাস স্টুডেন্টস্ অ‍্যাসোসিয়েশন বেরোরির নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা ও কাউন্সিল অনুষ্ঠিত

ইরানের প্রেসিডেন্ট রাইসির জন্য দোয়া কামনা

ইরানের প্রেসিডেন্টকে উদ্ধারে যাওয়া তিন উদ্ধারকর্মী নিখোঁজ

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

চকরিয়ায় পাচারকৃত গোল কাঠ জব্দ করলো বনবিভাগ

রাবির বিডিএসএফ মানেই নতুনত্ব