বসন্ত হয়ে ছুঁয়ে দাও
জুবায়েদ মোস্তফা
-----------------
আমি তোমার মাঝে বসন্তের স্পর্শ খুঁজি,
আর লোকে বলে সুসময়ে ফোঁটা পলাশ,
তুমি বসন্ত হয়ে আমাকে ছুঁয়ে দিলে,
কেটে যাবে আমার একাকিত্ব গিরির দীর্ঘশ্বাস।
আমার নামটি তোমার মন জুড়ে থাকুক,
মহাসেনের মাঝে না হোক অকপটে বিনাশ,
তোমার মনের বাগে আমি রোপিত হবো,
বসন্ত সাজে সজ্জিত একগুচ্ছ তাজা পলাশ।
---------
লেখক: জুবায়েদ মোস্তফা
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০