আজুমনির মনটা খারাপ
সকাল থেকেই চুপ,
বৃষ্টি পড়া যেইনা শুরু
ঝুপ ঝুপা ঝুপ, ঝুপ।
বর্সা এলেই বৃষ্টি নামে
টাপুর টুপুর টুপ
নদীর পানি ছল ছলা ছল,
জেলেরা দে খুপ।
প্রশ্ন অনেক আজুমনির
আকাশ কেন কাঁধে?
মেঘটা আবার কেমন করে
বৃষ্টি হয়ে নামে?
কুথায় থাকে মেঘ মামারা
কুথায় থাকে ঝড়?
হঠাৎ করে ছুটে এসে
ভাঙ্গে কেন ঘর?
বর্ষা এলেই হঠাৎ করে
দিন দুপুরে বৃষ্টি
আকাশ জুড়ে মেঘে মেঘে
করে কেন কুস্তি।
বৃষ্টি দেখেই আমার আজুর
হাজার বাহানা,
চিত্ত মনে ভিজবে সেথায়
বারণ শুনবে না।
লেখক:
ইঞ্জিনিয়ার আবুল আলা মওদুদী
ছড়াকার
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০