ফেরার আহব্বান
🖋️আসিফ ইকবাল
জীবন ছুটছে জীবনের গতিতে
পিছু ফিরার সময় যেন নেই তার।
ছুটছে সে সুখ -দুঃখকে সাথে নিয়ে,
সকল আশা -ভরসা,স্বপ্নকে তচনচ করে।
তবে কি জীবনের গতি থামিয়ে দেওয়া উচিৎ?
হতাশ হ'য়ে!
না কখনোই না!
দুমকা বাতাসে যেমন 'ঘুড়ি' তাল- মাতাল হয়ে ফিরে আসে নিজ অবস্থানে।
ঠিক,জীবনের এই গতির মাঝে
সকল বাধার সম্মুখীন হয়ে ফিরে আসতে হবে নিজ স্বপ্নের অবস্থানে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০