আজানের ধ্বনি কানে আসে ঠিকই
দাও না তুমি সাড়া,
অর্থ-বিত্তের করছো পিছু
করছো তুমি তাড়া।
প্রত্যহ রোজ আসছে ধ্বনি
মসজিদের ঐ মিনার হতে,
আকড়ে ধরো সত্যের বাণী
ফিরে এসো তুমি রবের পথে।
মালিক যে তোমায় ডাকছে–
হে আদম সন্তান! আয় ফিরে আয়,
রহমতের এই শুভ্র ছায়ায়।
মালিক যেনো বলছে তোমায়–
একটি বার, এই আকাশ পানে
দু'হাত তুলে নয়ন খুলে দেখ,
গুণার খাতা দিবো আমি মুছে
হোক না তা লক্ষ-খানেক।
দিবা কাটে তোর হেলায় ফেলায়
রাত্রি কাটে তন্দ্রায়,
রাতের ঐ মধ্য প্রহরে
তুমি কি শোনো না?
তোমার প্রভু ডাকছে যে তোমায়।
আচ্ছা,তোমায় কিছু প্রশ্ন করি।
এ পৃথিবী সৃষ্টি কাহার?
আহ! কি যে তার রূপের বাহার।
কেই বা তোমায় করায় আহার?
উত্তর হয়তো জানা আছে তোমার,
তিনি তোমায় করেছেন সৃষ্টি,
তাঁর হুকুমেই বর্ষে বৃষ্টি।
তিনিই মহান,তিনি মহীয়ান।
কুরআন তুমি দেখো না ছুঁয়ে,
বলোতো, কদিন হলো?
সময়ের স্রোত যাচ্ছে বয়ে,
অমানিশায় খোঁজো আলো!
এসো না ফিরে সুখের নীড়ে,
রবের ডাকে দাও সাড়া,
মৃত্যুর পর পরজীবনে তোমার সাথে
কেউ কি যাবে তারা?
হে প্রশান্ত আত্মা! ফিরে এসো তুমি,
তোমার রবের প্রতি।
শামিল হও তুমি নেক বান্দাদের সাথে
আর প্রবেশ করো রবের জান্নাতে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০