আর্তনাদ
নুসরাত জাহান নিশু
আর্তনাদ, চিৎকার!
ভীত কন্ঠের আকুতি আর অন্ধকারের হাহাকার,
তোমরা কি আদৌ শুনতে পাও?
সেই নিষ্পাপ নারীর আর্তনাদ!
বাঁচাও... বাঁচাও...
আমাকে যেতে দাও…
তবে তো সেকালই ছিল ভাল,
নারী ছিল লৌহশিকল পরিহিত,
কন্যা হতো জীবন্ত সমাহিত।
তবে কেন এতো আইনের ছড়াছড়ি?
নারী-পুরুষের সমতা?
যে সমাজের শুকরদের হাতে নারী আজ ধর্ষিতা।
আজ তোমরা প্রতিবাদী…
মিছিল, স্লোগান, ব্যানার আরো কত কি।
আজো কি সেই মেয়েটি শঙ্কাহীন?
না তো ! সে যে ভয়ে আড়ষ্ট হয় প্রতিদিন।
আজও পারো নি দিতে একটুকু নিরাপত্তা!
মাকড়সার জালের মতো আকড়ে আছে নারীর হীনমন্যতা।
এই বুঝি শূকরের দল হানা দিলো!
এই বুঝি ধূলিসাৎ হলো শালীনতা
-----------
নুসরাত জাহান নিশু,
শিক্ষার্থী,আইন বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০