প্রেম
প্রেম কি শুধু মোহ ছড়িয়ে
অনেক দূরে থাকা।
প্রেম কি আবার নতুন সুরে
দ্বী-তত্ত্বের মেলামেশা।
প্রেম কি শুধু খানিক মায়া
আবেগ-ভালোবাসা।
নাকি প্রেমের জালে বদ্ধ হয়ে
হাজার বছর বেঁচে থাকা।
প্রেম তো শুধু হাত ধরা নয়
হৃদয় ছোঁয়ার কথা।
চোখের উপর চোখ ফেলে যে
বিশ্বব্রহ্মাণ্ড দেখা।
প্রেম কি শুধু গভীর রাতে
গোপন মেসেজ করা।
নাকি জোসনা রাতে তারার ভিড়ে
নিজেকে খুঁজে ফেরা।
প্রেম কি শুধু ভাবনার ফল
অলীক স্বপ্ন বোনা।
ভালোবাসার গান শুনিয়ে
স্বর্গীয় সুখ নেওয়া।
লেখক: নিবিড় আহমেদ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।