------
নষ্ট সময়ের আহাজারি
মোঃ ফিরোজ খান
খুব চেনা এই শহরে
খুব অচেনা আজ আমি,
নষ্ট হওয়া মূল্যবোধে।
ভ্রষ্টরা আজ সবার চেয়ে দামী।
এখন এই শহর জুড়ে
মুখ আর মুখোশের দ্বন্দ্ব,
রাজনীতিতে আঁশটে মাছের গন্ধ।
কাঠগড়ায় বিবেক,বিচারক অন্ধ।
উন্নয়ন কাব্যে, দুর্নীতি ছন্দ
মাদক রাজত্বে, মেধাবৃত্তি মন্দ।
খুব চেনা আমার শহরেতে
ভোটের উৎসবে হায়েনারা নাচে,।
বিরোধী ধর্ষনের নগ্ন উল্লাসে।
স্বৈরাচারী চুম্বন গণতন্ত্রী গালে,
ধর্ষিতার রক্ত পতাকার লালে
এখন শহরে সভা করে দলে।
প্রশ্নবিদ্ধ বুদ্ধিজীবী শেয়াল,
শকুনির ধারালো নখের আচড়
রক্তাক্ত ক্ষতবিক্ষত করে
বিপ্লবী কবির বুকের দেয়াল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০