ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

তাসলিমা আফরিন মিমের কবিতা “আর্তনাদ”

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২১ আগস্ট ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

আর্তনাদ

তাসলিমা আফরিন মিম

 

তুমি নেই আজ তেত্রিশ বছর!

শুধু তুমিই না এ শহর থেকে তোমার –

হাসিটুকুও মুছে গেছে চিরতরে।

জীবন আমাকে সুদূর বিলাতে বিলাসী

জীবনযাপনে লোভ দেখিয়েছে বহুবার।

আমি যেতে পারি নি,মন সায় দেয়নি।

এ শহরে আমার কেউ নেই,কিচ্ছু নেই।

কিন্তু কি বলতো,ঐ যে সাড়ে তিন হাত জমিন,

যেখানটায় তুমি শুয়ে আছো-

আমি যে তার পাশে কুঁড়েঘর বেঁধেছি।

জীবন থাকতে এ বাসস্থানের অন্যথা হবে না।

গত তেত্রিশ বছরে কত-শত বার গিয়েছি তোমার কবরের সামনে।

কবরের ভেজা মাটির ভ্যাপসা গন্ধে আমি তোমার

দেহের গন্ধ খুঁজে পাই।

ঐখানেই মিশে আছো কিনা!

সারাজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি করেছিলে,

কিন্তু বিধির বিধানের কাছে আমাদের

প্রতিজ্ঞাগুলো যে বড্ড ঠুনকো।

তবুও তো তোমাকে পেয়েছিলাম।

এই টুকুই বা ক’জনে পায় বলো!

কত ফুল অঙ্কুরেই ঝরে পড়ে,

কত নদী অকালে শুকায়,

সাগরে মিলিত হওয়ার ভাগ্য কই?

দেখতে পারছো তো তুমি?

বয়সের ভাড়ে কুঁজো হয়েছি কেমন!

ডায়াবেটিস, উচ্চরক্তচাপ-নানা জটিলরোগ

বাসা বেঁধেছে এই ক্ষয়ে যাওয়া শরীরে।

এ বারই হয়তো শেষ,এ মাটির গন্ধ –

আমার আর নেওয়া হবে না।

খুব সাধ ছিল জানো,

তোমার কবরের পাশে আমার কবর হোক।

শুনলাম সাহেবরা জমিটুকু কিনে নিয়েছে।

মস্তবড় কারখানা হবে।

দেখলে!জীবনের শেষে এসে,যখন শরীর ক্ষয়ে যাচ্ছে,

তখনও কেমন নিত্য নতুন ক্ষতের আগমন।

আরও পড়ুন

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কাপাসিয়ায় আলোচিত মাদক কারবারি জুয়েলের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ, গ্রেফতার -১

মেডিকেল শিক্ষা ও সেবার মানোন্নয়নে সমন্বিত কাজ জরুরি: ঢাবি ভিসি

পহরচাঁদা বিটে বনভূমি দখলমুক্ত অভিযান ১ একর সরকারি জমি উদ্ধার, অবৈধ নির্মাণ উচ্ছেদ

জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ :

নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলো এনসিপি

চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ: টেকসই উন্নয়ন নিয়ে শঙ্কা স্থানীয়দের

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!