"স্বাধীনতা রক্ষার্থে সচেতনতা "
তানজিনা মিশু তানজিন
আমাদের কে হতে হবে সচেতন,
রাখতে হবে স্বাধীনতা বাঁচিয়ে চিরজীবন।
মনে তে থাকে যেন দীর্ঘ নয় মাসের কথা,
দিব না এ স্বাধীনতা বিক্রি করতে যথাতথা।
একাত্তরে দিয়েছেন প্রাণ লক্ষ বীর সন্তান,
দিব না তাঁদের মুছে যেতে,থাকবে তাঁরা অম্লান।
তাঁরা এনে দিয়েছেন বলে স্বাধীনতা,
বিশ্ব দরবারে করতে পারি উঁচু মাথা।
এই বাংলা হয়নি তো বিনামূল্যে স্বাধীন।
কেনো তবে করতে দিব বাংলাকে অর্থহীন?
লাখ বাঙালির অকাতরে জীবন বিলিয়ে দেওয়া,
বাংলার মায়ের কোল থেকে সন্তান ;
বোনদের সম্ভ্রম কেড়ে নেওয়া,
দেখিনি এ ভয়ংকর কান্ড,শুনেছি আর গেঁথেছি অন্তরে,
শপথ নিয়েছি স্বাধীনতা রক্ষা করব এ জীবন দিয়ে।
-------
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ও
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০