"আমাদের স্বাধীনতা"
তানজিনা মিশু তানজিন
স্বাধীনতা তুমি দিয়েছো বিজয়ের পতাকা আমায়,
স্বাধীনতা তুমি দিয়েছো আমার জাতীয় পরিচয়।
স্বাধীনতা তুমি দিয়েছো আমায় ধন্য করে,
দিয়েছো সোনার বাংলাদেশ গড়ে।
তোমার কাছে আমি চিরঋণী,
তোমাকে ভুলবো না কোনোদিন-ই।
তোমাকে স্মরণ করে কাঁদব ,স্মরণ করে হাসবো,
পাব অনেক ব্যাথা, আবার উপভোগ করব আনন্দ।
তুমি নিয়েছো কেড়ে ত্রিশ লক্ষ প্রাণ,
দিয়েছো বাঙালি জাতির সম্মান।
তোমার কাছে আমরা চিরঋণী,
তোমাকে ভুলবো না কোনোদিন-ই।
মায়ের অশ্রু;বোনের অশ্রু, ভেজা এদেশের মাটি।
যে দেশের মানুষের বুকে হয়ে আছো তুমি খাঁটি।
স্বাধীনতা তুমি ভয় কে করেছো জয়,
বাঙালি তাই পেয়েছে নিশান বিজয়।
----------
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০