ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ

ড. মিজানুর রহমান আজহারীর নতুন বই ‘এক-নজরে কুরআন’

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ

Link Copied!

উন্মোচিত হয়েছে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির ‘এক নজরে কুরআন’। প্রকাশনা প্রতিষ্ঠান ‘সত্যায়ন প্রকাশন’ আয়োজনে গতকাল বুধবার রাজধানীর শেরাটন হোটেলে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রন্থটি অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের সকল ক্ষেত্রে কুরআনের প্রাসঙ্গিকতার ওপর জোর দেন। তারা বলেন, সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে কুরআনের ভূমিকা অপরিসীম। সমাজের সর্বস্তরে কুরআনের পঠন-পাঠন ও গবেষণা বৃদ্ধির মধ্য দিয়ে একটি আদর্শ সমাজ-রাষ্ট্র গড়ে উঠবে। আর সব শ্রেণি-পেশার মানুষের কাছে কুরআনের বার্তাকে সহজবোধ্য করে তুলে ধরবে ‘এক নজরে কুরআন’ বইটি।

বক্তারা আরও বলেন, ‘এক নজরে কুরআন’ বইটি বাংলা-ইসলামি-সাহিত্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। ব্যতিক্রমধর্মী এ-ধারার বই বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে উন্মোচন করবে জ্ঞানের এক নতুন দুয়ার। বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কুরআন-পর্যালোচনার সুযোগ পাবেন প্রতিটি মানুষ।

আজহারী লেখেন, কোরআন যতো পড়া হয়, কোরআনের বক্তব্যগুলো ততোই জীবন্ত মনে হয়। মহিমান্বিত এ গ্রন্থটি মানুষকে তার চিন্তার জানালা প্রসারিত করতে বলেছে। আরও বলেছে কোরআনি বার্তাগুলো গভীরভাবে অনুধাবন করতে। তাই এর পঠন-পাঠনকে সহজবোধ্য করতে একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে আমার দীর্ঘ পরিশ্রমের এক প্রয়াস— ‘এক-নজরে কুরআন’।

তিনি জানান, ব্যতিক্রমধর্মী এ বইতে কোরআনের সারনির্যাসকে ভিজ্যুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ গতানুগতিক অনুবাদ বা তাফসির নয়, বরং কোরআনের মূল শিক্ষা, প্রধান থিম, জীবনঘনিষ্ঠ বার্তাগুলো-সহ বহুমাত্রিক চিন্তাকে এমনভাবে এখানে সাজানো হয়েছে, যাতে পাঠক অল্প সময়েই প্রতিটি সুরার মূলকথা ও সংযোগ বুঝতে পারেন।

ek-nojore-quran-dhakamail

তিনি আরও জানান, এতে কোরআনের আয়াতসমূহের পারস্পরিক সংযোগ, ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং মহান ইমামদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। প্রতিটি সুরার শেষে, তাদাব্বুর ও কেইস-স্টাডির মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে কুরআনের সম্পর্ককে করা হয়েছে আরও স্পষ্ট।

আজহারী বলেন, ‘এক-নজরে কুরআন’-এর মাধ্যমে বর্তমান যুগের নানা শ্রেণী-পেশার পাঠকরা যেন কোরআনের মূল বক্তব্য সহজে বুঝতে পারেন, সেটিই এই বইয়ের মূল উদ্দেশ্য। বইটি গবেষকদের জন্য যেমন সহায়ক হবে, তেমনই সাধারণ পাঠকের জন্যও কোরআনকে একেবারে আপন করে তুলবে। কারণ, কোরআনের জ্ঞান বিশ্লেষণধর্মী হলেও এর আবেদন সর্বজনীন।

ek-nojore-quran-2-dhakamail

জনপ্রিয় ইসলামিক স্কলার মিজনুর রহমান আজহারী বিশ্বাস করেন, এ বইয়ের মাধ্যমে কোরআনের আয়াত ও সুরাগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ সৃষ্টি হবে। শুধু তা-ই নয়, ‘এক-নজরে কুরআন’ বইটি কোরআনের প্রতি ভালোবাসাও বাড়িয়ে দেবে বলে।

ek-nojore-quran-3-dhakamail

তিনি বলেন, ঝরঝরে বাংলায় মাইন্ড ম্যাপিং করে সাজানো এই গ্রন্থটি কোরআনের প্রতি আমাদের প্রচলিত মাইন্ডসেটই পালটে দেবে ইনশাআল্লাহ

100 Views

আরও পড়ুন

ইসলামপুরে মাটি পরীক্ষার মাধ্যমে স্যারের সঠিক মাত্রা নির্ধারণ ও সংযোগ স্থাপন বিষয় কর্মশালা 

কবি ফিরোজ খাঁনের কবিতা : রাজনীতিতে নেই নীতি

কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধা গনি শেখ হত্যার সাথে জড়িত সন্দেহে ২ জন গ্রেপ্তার

কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময় সভা

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা ইবতেদায়ি ও প্রি-হিফয শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে বিশ্ব জলাভূমি দিবস ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ছাত্রলীগ নেতা মাছুম গ্রেফতার

শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রামের সংঘর্ষ, আহত ৪০

শান্তিগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

টেকনাফে বিজিবি’র অভিযানে৫০হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৬৯বোমা-সরঞ্জামাদিসহ আটক-২