নিজস্ব প্রতিবেদক :
তরুণ অর্থনীতি বিশ্লেষক মোহাইমিন পাটোয়ারীর ❝ডলারের খেলা ও রাষ্ট্রের দেউলিয়াত্বের রহস্য❞ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট অনলাইন একটিভিস্ট এবং লেখক ডাঃ শামসুল আরেফিন শক্তি,গল্পকার তানজিম তানিম সহ বিশিষ্টজনেরা।
অর্থনীতি নিয়ে যেসব লেখক আছে তাদের মধ্যে তরুণদের কাছে জনপ্রিয় একজন হলেন মোহাইমিন পাটোয়ারী।তার সহজ সাবলীল ভাষার কারণে অর্থনীতির কঠিন ম্যারপ্যাঁচ সবার নিকট সহজবোধ্য হয়ে উঠেছে ।
ডলারের খেলা ও রাষ্ট্রের দেউলিয়াত্বের রহস্য বইয়ে একটি রাষ্ট্রের কিভাবে দেউলিয়াত্ব ঘটে এবং আভ্যন্তরীন বিভিন্ন আলাপের পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতির সম্পর্ক গুলো নিয়ে আলোচনা হয়েছে। বইয়ের প্রকাশক ঐতিহ্য। বইটির শুভেচ্ছা মূল্য ৪২০ টাকা।
লেখকের অন্য বইগুলো হলো গল্পে গল্পে অর্থনীতি,ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য, সুদ হারাম - কর্জে হাসানা সমাধান, ইসলামি ব্যাংকব্যবস্থার শুভংকরের ফাঁকি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০