-----------
জীবন নিয়ে কত শত অভিমান,অভিযোগ
কল্পনায় কখনো তা,ঠিক যেন কারাভোগ।
জীবনকে ঘিরে থাকে হতাশা,ডিপ্রেশন
ফলস্বরূপ ঘটে যায়,মহাপাপ আত্মহনন।
কিন্তু একটিবার....
বিবেকের চোখ দিয়ে,তাকিয়ে তুমি দেখো
সমাজের কিছু মানুষকে দেখে,শিক্ষা নিতে শেখো।
হাত নেই,পা নেই তবুও করে বাঁচার লড়াই
যদিও থাকে না তাদের,কিছু নিয়ে করার বড়াই।
কারণ তারা জীবনকে ভালোবাসতে জানে
তারা বোঝে এই কঠিন জীবনের মানে।
সব থাকা সত্ত্বেও.....
জীবন নিয়ে এত অভিযোগ তোমার?
জীবন সুন্দর,একটু বেশিই সুন্দর
সৃষ্টিকর্তার দেয়া সেরা উপহার যে!
এটা মানতে তুমি শেখো
সব বিপদের মোকাবেলায়,ধৈর্য তুমি রাখো।
একদিন ঠিকই বুঝবে,রয়েছো তুমি অনেক ভালো।
-------------
জেসমিন আক্তার বৃষ্টি
শিক্ষার্থী,পদার্থবিজ্ঞান বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০