---------------
ভয় করো না ভয় করো না
থাকবে যখন একা
মনকে তখন শক্ত করো
ইটের মতো পাকা।
জয় দিয়ে করবে দুর
পরাজয়ের গ্লানি
সেই খুশিতে ভয় পালাবে
আমরা সবাই জানি।
ভয়ের মাঝে সাহস পেলে
নেই কোনো সংশয়
সবার আগে রাখতে হবে
এই কথাটি মাথায়।
ভয়কে যারা জয় করেছে
তাঁরা সবাই ধন্য
আমরাও তাই থাকবো চেয়ে
সাহস মনের জন্য।
বীরের মতো থাকবো বেঁচে
নেই কোনো পরাজয়
বুক ফুলিয়ে চলবো সবাই
থাকবে না ভয়।
------------
নাম: জুয়েল নাইস
শিক্ষার্থী, ঢাকা কলেজ
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০