সবাই শ্রমিক
জুবায়েদ মোস্তফা
-----------------
ধর্ম,বর্ণ,জাতি ভেদে শ্রমিক কিন্তু সবে,
শ্রম ছাড়া কোন কিছুই সাধন হয় না ভবে।
সম্মান পেতে হয় যদি, শ্রমিক পাবে সবার আগে,
শ্রমবিমুখ এই ধরায় পরিবর্তন হয়নি মোটাদাগে।
মেধা শ্রমে সজ্জিত জ্ঞানী, গুণী, পেশাজীবী,
অর্থ শ্রমিক কোটিপতির শ্রমিক না বলে দাবি। ক্ষমতার পিছে শ্রম দিয়ে কেউ রাজ্যের রাজা,
গাধার মত পণ্ডুশ্রম করে, কেউ বা পায় সাজা।
খোদার পথে শ্রম দিয়ে কত জন হয়ে যায় ধার্মিক,
শ্রমের কিন্তু কমতি নেই, পথ বদলেই হয় নাস্তিক।
শুভ্র বাক্যে সত্য ফোঁটায় যে সে তো শব্দ শ্রমিক,
শ্রম ছাড়া দুনিয়া অচল,তবে শ্রম নিয়ে কেন ধিক্!
ফুলের লাগি শ্রম সঁপে যে তার নাম হয় প্রেমিক,
ভিন্ন ভিন্ন তকমা যতই থাকুক মূলত সবাই শ্রমিক।
শ্রমবিমুখ দুনিয়া অচল, শ্রম নিয়ে কেন এত ধিক্!
রাজা,প্রজা,প্রেমিক,ধার্মিক সবাই কিন্তু শ্রমিক।
লেখক: জুবায়েদ মোস্তফা
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০