"আমি বাঁচতে চাই"
আমি বাঁচতে চাই,
আমি বাঁচতে চাই, ডগা রূঢ় করে।
বাঁচতে চাই রণকুশল আর খেপার বেশে।
আমি বাঁচতে চাই,এই মরা আঙ্গিনায়
নতুন পুষ্প ফোটাতে।
আমি বাঁচতে চাই।
আমি মুক্ত বসুধার মেকি মোহ আর আবেগ হতে।
আমি বাঁচতে চাই, মহীধর, ধ্রুবতারার ন্যায় ডগা তুলে, আর জ্যোতি ছড়িয়ে।
আমি বাঁচতে চাই, লস্য সংস্রবহীন কোন
পূত ব্রহ্মের জন্য।
আমি বাঁচতে চাই ,আমার দ্বীনের জন্য,
আমার জননীর জন্য, মাতৃভূমির জন্য
নবাগত শাবকের জন্য।
আমি বাঁচতে চাই,
আমি ছড়াতে চাই আবিল সমীরে, নব পুষ্পের সৌরভ।
হতেই হবে...
মোর পদচারণা স্ফুলিঙ্গের ন্যায় !
যেমনি হয় বাধা পেলে,
তরঙ্গিনীর ধারা হতে সলিলে শম্পা !
আমি বাঁচতে চাই, পাষান চিত্তে,প্রণয় জাগাতে।
আমি বাঁচতে চাই,মানবের চিত্তে, যুগ যুগান্তরে।
আমি বাঁচতে চাই , বীর, চির শূর,আর সুস্মিত হয়ে।
প্রণয় আমার অস্ত্র।
গরিমা দিলাম জলাঞ্জলি।
লেখক জুনায়েদ ইমরান।
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ইতিহাস বিভাগ।
দ্বিতীয় বর্ষ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০