পথিক
জুনায়েদ ইমরান
এই অসীম ক্রন্দসী মাজারে,
মোর বিচরণ অনুর ন্যায়, ক্ষুদ্র এক কোণ।
বসুধার সুদর্শন, অগোচরে রয়ে গেল সারা জীবন।
বাধা হয়ে রইল অনুভূতির, বৃহৎ কোণ।
মোদের এমন বিচরণ
অগ্নি উৎপন্ন, অশ্ব চরণ !
হে দ্রুতগামী প্রতীক, শুনে যাও গীত।
কেন এত বুলি বলা,কোন দিগন্তে পথ চলা।
উদ্বেগ আছে কি?
মোদের এমন আচরণ,
কহিতে না পারি লাজে, তীব্র বেদনার বাজনা বাজে।
হায় রে বহুরূপী নর,
হৃদয়ে মেরেছো ছুরি, করিয়াছো পর।
মনোহর কথা দিয়া, হরণ করিলে প্রাণ।
এমন বহুরূপী নর বহু সমাজে করিয়াছে ভর।
যুগ যুগান্তরে হায়,
অধম আর উত্তমের চলছে লড়াই।
এমন কেন পথিক?
মোরা কি নই তবে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি?
হতে হবে চিত্ত মোদের, আকাশচুম্বী।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০