কিশোরী
জান্নাত
কিশোরী এক কন্যা আমি
বয়সটা নয় তেমন বেশি ।
কিশোরী হয়েও শিশুতোষ লালন করি ,
কিশোরী হয়েও বুড়ি দাদিমার ভান ধরি ।
আমি অজস্র ভুল করি
আমি ভুল করতে ভালোবাসি
ভুল করে ভুলগুলোকে জোর করেই
সঠিক বলে দাবি করি ।
আমি ভালোবাসা পেতে যেমন ভালবাসি ,
ভালোবাসতে তারও অধিক ভালোবাসি ।
কেউ যদি আমায় বলেছে সুন্দরী
আমিতো মহা খুশি !
পরক্ষণেই আবার ভাবি আমিতো রুপে পেত্নি।
কোথা হতে আসলো এই বোকাচন্ডি?
আমি যুক্তি দিয়ে অযথা তর্কে জিতি
কঠিন আঘাত পেলে নিশ্চুপ থাকি
কেউ যদি দিয়েছে গালি
ঘুষি দিয়ে নাকটাও ফাটাতে পারি।
কেউ দুষ্টু মনে ভালবেসে মা ডেকে
পিঠে হাত রাখলেও বুঝে ফেলি তার দুষ্টু ইশারা
অথচ তোমার নিষ্ঠুর ছলনা বুঝিনা
এমনই অন্ধ অবুঝ আমি।
আমি দখিনা বাতাসে ওড়না উড়িয়ে পাই
শান্তি সুখের নিশানা ।
আমি রাজ্য জয় করে এসেও অনুভব করি
সহস্র নিদারুন যন্ত্রনা।
আনি বড্ড অধৈর্য হয়েও
যুগ যুগ ধরে করি অপেক্ষা ।
আমি দুচোখে সহস্র সপ্ন বুনি
আমি আমার এলোমেলো স্বপ্নে বাঁচি
আমি স্বপ্ন দেখতে ভালবাসি
আমি এক শান্ত-দুরন্ত কিশোরী।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০