————-
বর্ষা হয় বর্ষা কালে
শীতের শুরু ভাদ্র এলে
জন্ম থেকে জীবনের শুরু
কষ্ট হলো সুখের গুরু।
–
সুখের কথায় হাসে জীবন
ফুল ফোটে ভ্রমরের গুঞ্জন
আমি আদম কি করি এখন
সুখ দেখেনা প্রিয় স্বজন।
–
হাসতে চাইলে পারিনা হাসতে
বুকের ভেতর দুমরে মরে
কতো কিছু চোখে পরে
পিছনের স্মৃতি শুধু ঘোরে।
–
হায়রে জীবন সুখের পবন
পারিনা নিজেকে চিনতে এখন
কেউ চায়না সহজে বুঝতে
অবহেলা করে যখন তখন।
–
নির্জনে বসে কাটাই সময়
ভেবে যাই শুধু হোক না মরণ
সহজে করবো মরনকে বরণ
বুক ভেসে যায় সুখ হয় স্বরণ।