…………………………
চৈতন্য শুনতে কি পাও?
ক্যাম্পাসের কান্না,মেধার আর্তনাদ!
চৈতন্য দেখতে কি পাও?
শিক্ষাঙ্গনে অমাবস্যার চাঁদ।
চৈতন্য শুনতে কি পাও?
ছেলেহারা মার গগনবিদারী চিৎকার!
চৈতন্য দেখতে কি পাও?
মানুষ খেকো শেয়ালের উৎপাত।
চৈতন্য দেখতে কি পাও?
মেধার বিলুপ্তি, মেধাবীর অভিপ্রয়াণ,
চৈতন্য দেখতে কি পাও?
হায়েনার থাবায় কত নিঃশেষিত মেধাবী প্রাণ।
চৈতন্য ঘুমাচ্ছো?
ঘুমাও….
শুনেছো বিবেক মারা গেছে আজ!
চৈতন্য শুনতে কি পাও?
এখনো ভোর হতে অনেক দেরী!
চৈতন্য ঘুমাও….
………………………..
আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়