ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

গৌরাঙ্গ দাস’র কবিতা ‘ইনহেলার’

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
৬ জুন ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ

Link Copied!

ইনহেলার
গৌরাঙ্গ দাস

বামহাতের ভঙ্গুর মুষ্টিতে একটি ইনহেলার,
কম্পনরত ডান হাত চেয়ে আছে চলন্ত জনমানুষের দিকে—
আধা-ইঞ্চি ঝুলে পড়া বৃদ্ধার কি তবে
একটি কয়েন দরকার?
নাকি একঝলক পাকস্থলির শুশ্রূষা?

ডাক্তার যায়, ইঞ্জিনিয়ার যায়, ভ্যানচালকও বটে,
আর কাপা কাপা মানচিত্র খচিত হাত চেয়ে থাকে—
পাটের আঁশের মত সাদা-পাকা চুলে,
ছেড়া-পচা শাড়ীর ঘুমটা যত পারে তুলে।

বসে আছে কনক্রিটের শক্ত পাটাতনে।
টাকা নাকি ক্ষুধার নির্মম টানে?
একটি ইনহেলার, একটি বৃদ্ধার আঁচলে—
তবে কি একটি টাকা স্বাক্ষী রাখে জীবন বদলে?

করুন মুখে তরুণ কথা যখন ভাসে,
মনে পড়ে হয়তো একটি ইনহেলারের দীর্ঘশ্বাসে।
তবে কি দীর্ঘশ্বাস?
নাকি স্রষ্টার দেওয়া অভিশাপ?

স্রষ্টা নাকি সৃষ্টিকে ভালোবাসে—
তবে কি! আধা-ইঞ্চি চামড়া ঝুলে পড়া বৃদ্ধা একটুও হাসে?
নাকি টলমলে চোখে লঘু বৃষ্টি আর ঝরে না,
সহ্য, ধৈর্য আর সহ্য বেড়ে চলে; তবে বৃদ্ধা কি মরেনা?

মরে! তবে দেহের ছিন্ন-বিচ্ছিন্ন পচনে না,
মরে তবে বুক ফুলিয়ে শেষ নিশ্বাস নিয়ে না,
মরে তবে দাফন হয় না,
মরে তবে শোকসভা রঞ্জিত হয় না।

একটি ইনহেলার, একটি বৃদ্ধা মরে—
তবে চোখের বৃষ্টিপাতে মরে,
প্রতিটি ইনহেলারের টানে মরে,
মানুষের দিকে ডান হাত উঠানোর পর মরে।

তবে কি চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো,
নাকি পাকস্থলির শুশ্রূষার জন্য চেয়ে থাকা হাতের ঘাম?
চোখের জলের বদলে কি এক টুকরা রুটি হয়?
এক টুকরা কি কেনা যায় বেঁচে থাকা?

একটি অর্ধ-চামড়া উঠা কুকুর
গা চেটে দেখে বৃদ্ধার।
তবে এটি কুকুর, নাকি স্রষ্টার দূত?
নাকি তিনি এসেছেন মানুষকে শিক্ষা দিতে?

ডাক্তার যায়, ইঞ্জিনিয়ার যায়, ভ্যানচালকও বটে,
আর কাপা কাপা মানচিত্র খচিত হাত চেয়ে থাকে।
তবে টাকার জন্য চেয়ে থাকে,
নাকি চেয়ে থাকা হাতটি জীবন ভিক্ষার হাত!!

বামহাতের ভঙ্গুর মুষ্টিতে একটি ইনহেলার,
কম্পনরত ডান হাত চেয়ে আছে চলন্ত জনমানুষের দিকে—
আধা-ইঞ্চি ঝুলে পড়া বৃদ্ধার কি তবে
একটি কয়েন দরকার?
নাকি একঝলক পাকস্থলির শুশ্রূষা?

~গৌরাঙ্গ দাস

346 Views

আরও পড়ুন

গাইবান্ধা সাঘাটায় সিজু মৃত্যু ঘটনার তদন্তে এডিশনাল ডিআইজি

ছনহরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন রবিউল হোসেন আলভী

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত ব্যাবের হাতে গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা ও বুলেট উদ্ধার—প্রশ্ন শিক্ষার পরিবেশ নিয়ে

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে পেকুয়ায় বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কৃষিতে প্রযুক্তির বিপ্লব গবেষক শাহিনুরের এআই মডেল উদ্ভাবন

জামায়াত আমীরের সাথে কোরিয়ার এ্যাম্বেসডর মি.পার্ক ইয়ং সিক এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

তা’মীরুল মিল্লাত গেইট : এক বছর আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের স্মরণে

শান্তিগঞ্জে দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ধ্বংস হচ্ছে ছাত্র ও যুব সমাজ
ফুলছড়িতে ইন্টারনেট ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায় আড়ালে জমজমাট ইয়াবা ব্যবসা

চাঁদাবাজ আর দূর্ণীতিবাজদের ধরলে হবে না প্রশ্র‍য়দাতাদেরও বিচার করতে হবে ডা. তাসনিম জারা

মৌলভীবাজারে মণিপুরী মুসলিম শিক্ষার্থী তানভীর পেল আইজিপির সম্মাননা