গণঅভ্যুত্থানের যোদ্ধা শহীদ আবু সাঈদ
–আতিক সুজন
শহীদ আবু সাঈদ, তুমি তো নও একা,
তোমার রক্তের স্রোতে ধুয়ে গেলো
অন্যায়ের সব চিহ্ন,
তুমি ছিলে সেই আলো, যে আলোর নিচে
দাসত্বের রাত পলকে হলো শেষ।
তোমার চোখে ছিলো স্বপ্নের প্রতিচ্ছবি,
যেখানে বাংলার প্রতিটি মানুষ
হাঁটবে মাথা উঁচু করে,
কাঁপবে না আর শাসকের ভয়ে,
নেই কোনো বন্দিত্বের শেকল।
তোমার সেই প্রহরে, যখন বুলেট ছুটে আসে
তুমি থেমে যাওনি,
গর্জে উঠেছিলে বজ্রের মতো,
তোমার বুক পেতে দিলে
তবু ভাঙলে না সাহসের দেয়াল।
আজ তোমার নামে স্মৃতিস্তম্ভ গড়া,
কিন্তু সত্যিকারের স্মৃতি তো বেঁচে থাকে
প্রতিটি বিপ্লবীর হৃদয়ে,
তুমি সেই চেতনায় বেঁচে আছো
যতদিন থাকবে মুক্তির স্পন্দন।
গণঅভ্যুত্থানের প্রতিটি পদক্ষেপে
তোমার দুঃসাহসিক কাহিনী,
তুমি আমাদের মুক্তির প্রতীক,
তোমার জন্যই গাই আমরা বিজয়ের গান।