দাদার জমিও পায়না নাতি
চাকরি কেমনে পায়।
মুক্তিযুদ্ধা কোটায় আবদার
এ কেমন নির্লজ্জতা হায়।
কোটা কিন্তু কোন ভাবেই বৈধ কিছু নয়,
সবাই পেলে মেধায় চাকরি তোমার কেন নয়?
মেধাবীরা প্রতিবছর হচ্ছে কত বেকার
কোটার খোটায় নির্লজ্জতায় সব কিছু একাকার।
যুদ্ধের পরে আজ সাজে যারা ভুয়া মুক্তি যোদ্ধা,
নির্লজ্জ বেহায়া তারা অতিশয় বোকা।
মোরা কখনো মানবনা পায় যদি তার নাতি,
মুক্তি যোদ্ধারা পায় যদি সব তবে নেই কোন ক্ষতি।
দরকার কি বল খুটা খাব কোটা কোটা করে,
সোনার বাংলা গড়ব মোরা সবাই মিলে মিশে।
গুটি কয়েক কোটার ছেয়ে গোটা জাতিই বড়,
কোটার বিনাশ ঘটিয়ে মেধার বিকাশ কর।
অযথা কেন তোমরা এখন করছ বিতর্ক
সোনার বাংলা গড়তে মোরা সদাই সতর্ক।
কোটা নিয়ে খোটা খাব কোন দরকার নাই,
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মোরা চাই।
লেখক:
মুহাম্মদ আবুল আলা মওদুদী
কবি/সাহিত্যিক