রাজনীতিতে নেই নীতি
মোঃ ফিরোজ খাঁন
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
ভালো নেই আজ কেউ!
রাজনীতিতে দল পাল্টিয়ে
করছে ঘেউ ঘেউ।
সব হারিয়ে সরল সেজে
করছে ক্ষতি দেশের,
দেশের প্রতি নেই মমতা
রাজনীতিতে মিথ্যা কথা।।
মুখে বলে ভাই ভাই
মুখ ঢেকে চাঁদা চায়,
দল নেই নেতা নেই
অন্যের খাবার লুটে নেয়।
স্বাধীনতা হারিয়ে গেছে
রাজনীতিতে নেই নীতি ,
আপন স্বজন সবই মিছে
কেউ কারো নয় সং সেজে।
দলাদলি রেষারেষি
এগুলো আজ হচ্ছে বেশি,
মুখে হুংকার পেশি শক্তি
রাজনীতি নয় মিছে ভক্তি।