সময় সব জানে, সব খবর রাখে
মো: ইলিয়াস
_সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে কুয়াশা ভেদ করে সূর্যদ্বয়ের কথা,
কাঠ-খড় পুড়ানো দুপুরের সব কাব্য সে জানে,
নগরীর কোলাহল পূর্ণ ব্যাস্ততার সব খবর সে রাখে।
সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে মায়ের বিস্মিত মনের সব কথা,
যুবকের বেকারত্বের সমস্ত রসায়ন সে জানে,
বাবার পিঠের ক্ষত-বিক্ষত দাগের খবর সে রাখে।
সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে শূন্য পকেটে যুবকের বিশ্ব জয়ের কথা,
পথের বাকে ভিক্ষুকের ভিক্ষা বিত্তির গল্পও সে জানে,
বিত্তবানদের কর্ম ফলের পান্ডুলিপিও সে গুছিয়ে রাখে।
সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে পঁচিশের যুবতির বিধবা হওয়ার কথা,
আকাশে কলো ধোয়া,পোড়া গন্ধের কারন সে জানে,
বাবা-মা হারা সন্তানের পথ ভ্রষ্ট হওয়ার খবর সে রাখে।
সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে পথ শিশুদের আত্ন চিৎকারের কথা,
নজরুলের বিদ্রোহী কবিতা লেখার কারন সে জানে,
জয়নুলের দুর্ভিক্ষের ছবি আকাঁর খবরও সে রাখে।
সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে আমাদের অজানা বজ্রনৃত্যের কথা,
র্যাগনার ল্যকব্রোথের পরাজিতের কারন সে জানে,
“আফিমে” আশক্ত যুবকের মস্তিষ্কের খবরও সে রাখে।
সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে ছেলে হারা মায়ের বেদনার কথা,
রবাট ব্রুশের রাজ্য জয়ের বাস্তবিক গল্পও সে জানে,
স্বপ্ন পূরনে দূরন্ত যুবকের হতাশার খবরও সে রাখে।
সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে মানব মনের অপ্রকাশিত সব কথা,
জগত জুড়ে অর্থ-বিত্তের লালসার কারন সে জানে,
প্রবাসী যুবকের নষ্টালজিক প্রেমিকার খবরও সে রাখে।
সময় সব জানে, সব খবর রাখে,
সে জানে দরিদ্র পরিবারের সব আক্ষেপের কথা,
স্কুল ছেড়ে শিশুর শ্রমজীবী হওয়ার কারনও সে জানে,
দিন শেষে রক্তিম বিকেলে সূর্যাস্তের খবরও সে রাখে।
মোঃ ইলিয়াস
কয়রা, খুলনা
শিক্ষার্থী,বাংলা বিভাগ,
জাতীয় বিশ্ববিদ্যালয় ।