বিষাক্ত প্রতীক্ষা
স্নিগ্ধা
আত্মপক্ষের দেহত্যাগের নেশা তক্তকে এখনো,
ঝিকুটে মরণের দহন,চিত্তে বাঁচানোর তাগিদ।
কাকে বাঁচাতে চাই, কাকে দিই ঠাঁই?
তীরে ফিরে স্বীয় তরী বাঁধার খুটি নাহি পাই।
যাত্রাপথে কাঁটা উপড়ে ফেলার সময় হঠাৎ ফুলের দেখা
ফুলের জন্য করুণা হলো, তুলে নিলাম হাতে,
ভেবেছিলাম জীবন বাঁচাতে ভাসিয়ে দিবো জলে।
জলে ছাড়তে গিয়ে দেখি ফুল যে হলো কাঁটা
ফুটলো হাতে,তবুও ভাবলাম ফুল কি পেলো ব্যথা?
যে আমার দেহান্তের তৃষ্ণা দিয়ে গেলো বাড়িয়ে
তার লাগি নেই কোনো অভিযোগ,
দুয়ার খুলে রব আমি দাঁড়িয়ে।
কাঁটা হয়েই ফিরুক নাহয়।
অন্যের ফুল হতে চাইলে নেই কোনো অনুতাপ,
অভিহত করে যে কাঁটা,সে তবু আমার থাক।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০