বিচ্ছেদ
শুভ ইসলাম
কিসে মন হয় উদাসীন!?
প্রভু না দিলে প্রেম না দিলে অর্থ সীমাহীন।
হে সাগর,আমার দুঃখ থেকেও তুমি কি বিশাল,
হে পাহাড়, আমার তপ্ত হৃদয় থেকেও তুমি কি উচু?
আমি বেঁচে থাকি তোমাকে তুচ্ছ করে আকাশ,
তোমার চেয়েও বিশাল আমার কষ্টে ভরা দীর্ঘশ্বাস।
এই নির্ঘুম রাত কি সাক্ষী দিবে না তার বিচ্ছেদে অমাবস্যা নেমেছে মনের রজনীতে!
এই চোখ কি সাক্ষী দিবে না তাকে স্বপনে দেখে মন রোজ চোখ বন্ধ করলেই।
বলো না বসন্ত, তুমিও কি সাক্ষী দিবে না?
তার বিরহে ফুল ফুটাও নি কোনো গাছে মনের ইচ্ছাতে।
তাহলে কিভাবে পাবে কবি ফুলের মিষ্টি গন্ধ,
তাহলে কিভাবে পাবে কবি ছন্দ।
তাহলে কি কবি আর কবিতা লিখবে না!
নাকি বিচ্ছেদ হবে কবির উপন্যাস।
আমি কবি ,দুঃখ পেলে কবিতা লিখি
সুখে আমার কলমে কালি থাকেনা
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০