–স্বর্ণলতা,
তুমি কি এখন আমায় নিয়ে স্বপ্ন বুনো? নাকি ক্লান্ত হয়ে বাসায় গিয়ে সময় গুনো?
তুমি কি এখন কথা বলতে অদৃশ্য আমায় খুঁজে পাও? নাকি ‘বাচাল’ শব্দ নিজের থেকে মুছে ফেলতে সুযোগ চাও?
তোমার কি এখন রাত জেগে চাঁদ দেখতে ইচ্ছে গুঁজো? নাকি জানালা বুজে আঁধার ঘরে অন্ধকারের তীব্রতা খুঁজো?
তোমার কি এখন সন্ধ্যা রাতে হাত ধরে পথ চলতে ইচ্ছে হয়? নাকি হিম বাতাসে খোলা হাতে শীতের মিছে ভয়?
তুমি কি এখনো বৃষ্টির ফোঁটায় ইচ্ছে করে হাত ভেজাও? নাকি বৃষ্টির ছটা মুখে লাগতেই অবহেলায় তনু লুকাও?
তুমি কি এখনো আঁধার রাতে আমায় ভেবে একলা হাসো? নাকি আবার ভাবতে গিয়ে মিছেমিছি রাগে ভাসো?
তুমি কি এখন সবার সাথে কথায় কথায় তর্ক করো? নাকি আবার ভদ্র সেজে আত্মপক্ষের গর্ব করো?
স্বর্ণলতা,
এমন যদি হাজার প্রশ্ন চুপিসারে করে বেড়াই? হবে কি গো মোর কপালে অজানা এসব উত্তরের ঠাঁই?
লেখকঃ মুহা. ইকবাল আজাদ