"দুই চাষি"
মোঃ ছিপু মোল্যা
বৈশাখের তাণ্ডবে ধরা
ধান পেকেছে মাঠ ভরা,
কিষান মোদের নাহিরে
কাঁচি হাতে ভোর বেলায়
আমরা দু'ভাই চাষীরে।
মেঘ আর রোদের খেলা
মাঠে জল ঘোলা ঘোলা,
অন্য কোন চাষি আর নাহিরে
ওগো ভরা মাঠের মাঝে
আমরা দু'ভাই চাষীরে।
টাক ফাঁটা রদ্দুর
বুক কাপে দুদ দুদ্দুর,
কষ্টের অন্ত নাহিরে
শূন্য ডাঙ্গার মাঝে
আমরা দু' ভাই চাষিরে।
মেঘে ঢাকা বসুন্ধরা
ধান কাটা হলো সারা,
চিন্তার অন্ত নাহিরে
ওগো সোনালী মাঠের মাঝে
আমরা দু'ভাই চাষীরে।
বেলা গড়ে দেড়টা
কষে বেঁধে আটিটা,
বহনের কাজ শুরুরে
ওগো দখিন ডাঙ্গার মাঝে
আমরা দু'ভাই চাষীরে।
বেলা ডুবে সন্ধে
অল্প অল্প অন্ধে,
বহনের কাজ শেষরে
বড়ই ক্লান্ত আজ
আমরা দু'ভাই চাষীরে।
পৌঁছে মোরা বাড়ীতে
মুখ দিলাম পানিতে,
বিশ্রামের সুযোগ নাহিরে
ধান মাড়াই করতে হবে
আমরা দুভাই চাষীরে।
এশার আজানের ধ্বনিটা
শুনে নিলাম খানিকটা,
মাড়ায়ের কাজ শেষরে
বড়ই ক্ষুধার্ত আজ
আমরা দু'ভাই চাষীরে।
এমন সময় আহারে
বাদলের ধারা রে,
সোনার ধান ভেজেরে
ওগো অসহায় নিরুপায়
আমরা দু'ভাই চাষীরে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০