তুমি আসবে বলে
জয়নাল আবেদীন তাকিয়ান
আজ অশ্রুশিক্ত নয়নে প্রিয়,
তোমায় বড্ড মনে পড়ে;
কথা দিয়েছিলে যাবে তুমি,
আমার সেই ময়ুরাক্ষীর তীরে।
প্রভাত ভেলায় কুকিলের সূরে,
ভেঙে গেলে মোদের ঘুম,
বলেছিলে তুমি আনবে তুলে,
"ময়ূরাক্ষীর বুকে ভেসে থাকা পঙ্কজ কুসুম"।
কথা দিয়েছিলাম তীরে থেকে দুজন,
দেখবো সূর্যদয়ের দৃশ্য।
দুলো খাবে সমীরের সাথে,
ধারে থাকা হলুদ শস্য।
মাঝি ভাই খুলবে যখন, বেধে রাখা নৌকার দড়ি;
তোমার হাতটি ধরে উঠবো ডিঙায়,
দিবো বলে ময়ূরাক্ষী পাড়ি।
ছোট তরী বেয়ে মাঝি, যাবে যখন মাঝে...
পঙ্কজ কুসুম তুলে নিবো, তোমার দৃষ্টির অগোচরে।
পঙ্কজ না পেয়ে তুমি, থাকবে বিষণ রেগে!
হাতে দিয়ে বলবো তখন,
দিলাম ভালোবেসে।
আজ অশ্রুশিক্ত নয়নে প্রিয়,
তোমায় বড্ড মনে পড়ে,
ছোট তরী যাচ্ছে ছুটে ঢেউগুলো দুধারে ভেঙে।
পঙ্কজ পেয়ে প্রিয় তুমি থাকবে বিষণ হেঁসে,
গগন কোলে কালো মেঘ তখন, ঝরবে ধীরে ধীরে।
উপভোগ করবে বাহুটা মেলে ঝরে পড়া মেঘের নীর, একমুষ্টি অম্বু ছিটে দিয়ে আমার, দুঃখ করবে স্থির।
আনন্দে অত্যহারা হয়ে, লাল হয়ে যাবে তোমার মুখ,
সকল দুঃখ ঝেড়ে ফেলে আমি, পাবোগো প্রিয় সুখ।
নদীর ওপারে সাজিয়ে রেখেছি, ছোট্টএকাটা কুড়েঘর;
ভেসে আসছে তার চারপাশ থেকে,
পাপিয়ার মধুমাখা স্বর।
"আজ অশ্রুশিক্ত নয়নে প্রিয় তোমায় বড্ড মনে পড়ে"
শুন্য তরী আছে পড়ে, আসবে নাকো তুমি তীরে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০