চিঠি দিও
শামায়েল উদ্দিন মাইন
আমায় তুমি চিঠি দিও
খবর নিতে ইচ্ছে জাগলে,
কিছু একটা দিয়েই সম্বোধন করো
নামটা আমার গেলে ভুলে।
নব্বই দশকের প্রেমিকা সেজে
ভরে দিও খামের ভাঁজে।
অল্প কথাই লিখে দিয়ে
আমার ঠিকানায় দিও পাঠিয়ে
সুখের কথা না থাকিলেও
দুঃখের কথাই শুনতে চেও—
এমন কিছুই দিও লিখে
তোমার ছোঁয়ার চিঠির ফাঁকে।
আমি থাকবো অপেক্ষাতে
যেমন থাকে শেষ ট্রেনের আসার অপেক্ষাতে!
শতাব্দী পেরিয়ে গেলেও
একখানা চিঠি লিখে দিও?
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০