অপূর্ণতা
মিনার রহমান
অপূর্ণতা তুমি রয়েছো সবার জীবনে-
তাইতো তোমায় ধারণ করে রেখেছি মনে।
সকলেই তো পূর্ণতা চায়-
সবাই কি তার নাগাল পাই!
অপূর্ণতা তুমি করেছো আমাকে উজ্জীবিত।
তাইতো তোমায় স্বপ্ন বাণিয়ে রয়েছি আমি জীবিত।
অপূর্ণতা তুমি পার্থীব জীবনের চির সাথি-
তবুও তোমাকে নিয়ে স্বপ্নের মালা গাথি।
অপূর্ণতা তুমি দাও মনূষ্যকুলকে কষ্ট-
তোমাকে ধারণ করে হয়েছি আমরা শ্রেষ্ঠ।
অপূর্ণতা তুমি দাও জীবনে অনেক শিক্ষা -
তাইতো খোদার কাছে পূর্ণতা চায় ভীক্ষা।
অপূর্ণতা তুমি করো মনূষ্যকুলের স্মৃতিচারণ-
সেই স্মৃতিতে কষ্ট পাওয়া মনুষ্য কুলের বারণ।
অপূর্ণতা তুমি ঝড়াও মনুষ্য কুলের চোখের জল-
তোমার ঝড়ানো জলে তবূও বেড়ে যায় মনোবল।
অপূর্ণতা তুমি জড়িয়ে রাখো তোমাকে পাওয়ার মায়ায়-
না পাওয়ার অনল নীভাতে বসে থাকি বট বৃক্ষের ছায়ায়।
অপূর্ণতা তোমাকে নিয়ে এটাই আমার শেষ বাক্য লেখা-
মরণের আগে কোনো এক মূহুর্তে পেতে চায় তোমার দেখা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০