-মোঃ ফিরোজ খান
আর্কেড ফাউন্ডেশন একটি গবেষণা প্রতিষ্ঠান
ঢাকার মিরপুর ডি এইচ এসে যার অফিস
সুইচ কন্টাক্ট পরিচালিত বি স্কিল ফুল প্রজেক্ট
ছয়টি জেলায় গ্ৰেয়াজুয়েট নিয়ে করে গবেষণা।
–
আমরা একটি টিম এসেছি বগুড়া জেলায়
কিছু দিন আগে ফিল্ড সার্ভের কাজ করতে
হঠাৎ করে একজন এসেছেন ঢাকা থেকে
শুনতে পেয়ে এক রকম ভয় ভয় করেছে আমার।
–
গবেষক তিনি যাদের মাঝে ছিলাম বহু দিন আমি
যখন সবাইকে ডাকলেন কাজ সম্পর্কে জানতে
তখনই আমি আরো ভীতু হয়ে ধীরে ধীরে গেলাম
কিন্তু যখনই সবার সঙ্গে কথা বলতে শুরু করলেন
–
তখনই দেখতে পেলাম তার ভেতরের রূপ রেখা
বড়ই ভালো মানুষ তিনি, অসাধারণ তার মন
সবার সঙ্গে মন খুলে কথা বললেন হাসিখুশি ভাবে
যার কথায় ছিলো সবার প্রতি মমতা ভালোবাসা।
–
প্রতিটি মূহুর্তে চোখের দিকে তাকিয়ে রইলাম
এবং মনোযোগ সহকারে তার কথা শুনতে থাকি
একজন মানুষের পরিচয় শুধুমাত্র গবেষণায় নয়
আচার আচরণ ফুটিয়ে তুলে মানুষের সবদিক।
–
রাসেল ভাই বলেই চিনে থাকেন আর্কেডের সবাই
আমি ও তাকে একজন গবেষক হিসেবে চিনেছি
যাকে আবিষ্কার করতে পেরেছি আমি অল্প দিনেই
তার মাঝে লুকিয়ে আছে জীবনের সুন্দর ক্ষণ।
–
দোয়া করি মহৎ মানুষটিকে সবসময় প্রাণ খুলে
আর্কেড ফাউন্ডেশনে গবেষণায় যেনভালো করেন
তিনি যেনো বিশ্বের অন্যতম গবেষক হতে পারেন
যার পরিচয় ফুলের শুভাসের মতো ছড়িয়ে পড়ুক
–
ফিল্ড ভিজিটে যেনো সফলতা অর্জন করেন তিনি
দোয়া ও শুভকামনা করছি বগুড়া টিমের সবাই
রাসেল ভাই গবেষণায় ভালো ফল উপহার দেক
আর্কেড ফাউন্ডেশনকে নিয়ে যাক বিশ্বের দ্বারপ্রান্তে।