...........................
এই সেই রাস্তা,
যে নিরবে সহ্য করে সব যাতনা
এই সেই রাস্তা,
যে নিরবে বরণ করে নেয়
করে না মানা।
যার কোলে মোরা শিখি হাটাচলা
সে শুধু নিরবে দেখে যায়,মানুষের ছলাকলা।
সে কখনো ফিরিয়ে নেয় না তার দান
যা কিছু করে সে প্রদান।
আমরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে থাকি
দু'পাশের গাছে বসে ডাকে শত পাখি।
এই সেই রাস্তা,
যার রূপ অবহেলা করে
সেই রূপই দেখি মোরা
বহু ক্রোশ দূরে।
তবু দেখিনা চাহিয়া তার
সকালের সেই রূপ,
যেখানে শীতের শিশির রয় চুপ।
এই সেই রাস্তা,
যে দাঁড়িয়ে রয়েছে মোর ঘরের সামনে
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে।
এই সেই রাস্তা,
যে বরণ করে নেবে মোর নিশ্চুপ দেহখানি,
তার প্রতি রইলো মোর কৃতজ্ঞতা বহুখানি।
শিক্ষার্থী : সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,সাঘাটা, গাইবান্ধা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০