ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
  1. সর্বশেষ

আহমেদ হানিফের কবিতা : ভালোবাসো বুঝতে পারি

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ

Link Copied!

————

বহুদিন আগে-
তখনও বসন্তের আগমন ঘটেনি,
কোকিলের কুহুতান কিংবা ফুলে ফুলে-
প্রেমের বারতা আনেনি ফাগুন।

খুদে বার্তায় কি যেনো বলতে চেয়েছিলে,
যতনে নিজেকে সাজিয়ে,
শীতের রিক্ততা উপেক্ষায়-
আমার পানে তাকিয়ে ছিলে বুঝি।

গোপন মারফতে খোঁজ নিয়েছিলে তুমি,
বার্তা বাহকের অদূরদর্শীতায়,
তা জানতে পেরেছিলাম-
তুমি কি আমাকে জানতে চাও?

অকারণে তোমার সখীদের হাস্যরসে,
আমি বুঝতে পারি,
কতক পঙক্তির আবরণ দিয়ে-
তুমি আমাকেই ঠিক উপস্থাপন করো।

তুমি অপলকে তাকিয়ে কি খোঁজ?
ডাগর চোখের মায়াবী পরশে,
বারংবার চোখে চোখ পড়ে-
হাজারটা স্বপ্ন ঠিকই দেখতে পাই।

তুমি কি ভালোবাসো?
গল্প সাজাতে চাও-
নতুন করে বাঁচার?
তুমি কি আপন করতে চাও আমায়?

নিজেকে লুকিয়ে রাখি,
আপনার অনুভূতি মরে যায় যাক,
কবিতার শব্দ খুঁজে পাই না-
তাই তোমাকে বলতে দ্বিধায় মরি,
ভালোবাসি।

শত বণিতা ছেড়ে,
পাশে থাকার আয়োজনে,
যদি বলতে পারো ভালোবাসি-
তবে দ্বিধাহীনভাবে বলবো,
ভালোবাসি।

তোমার চোখ যুগল বলে যায়,
তুমি জানতে চাও আমায়,
তাই বোধোদয়ের জাগরণে বুঝি-
ভালোবাসো আমায়।

দু’চারি শব্দের সমাবেশে,
এই বসন্তের শুভ দিন দেখে,
জানিয়ে দিও-
ভালোবাসো তুমি দ্বিধাহীনভাবে।

169 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন