ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

আহমেদ হানিফের কবিতা : ভালোবাসো বুঝতে পারি

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ

Link Copied!

————

বহুদিন আগে-
তখনও বসন্তের আগমন ঘটেনি,
কোকিলের কুহুতান কিংবা ফুলে ফুলে-
প্রেমের বারতা আনেনি ফাগুন।

খুদে বার্তায় কি যেনো বলতে চেয়েছিলে,
যতনে নিজেকে সাজিয়ে,
শীতের রিক্ততা উপেক্ষায়-
আমার পানে তাকিয়ে ছিলে বুঝি।

গোপন মারফতে খোঁজ নিয়েছিলে তুমি,
বার্তা বাহকের অদূরদর্শীতায়,
তা জানতে পেরেছিলাম-
তুমি কি আমাকে জানতে চাও?

অকারণে তোমার সখীদের হাস্যরসে,
আমি বুঝতে পারি,
কতক পঙক্তির আবরণ দিয়ে-
তুমি আমাকেই ঠিক উপস্থাপন করো।

তুমি অপলকে তাকিয়ে কি খোঁজ?
ডাগর চোখের মায়াবী পরশে,
বারংবার চোখে চোখ পড়ে-
হাজারটা স্বপ্ন ঠিকই দেখতে পাই।

তুমি কি ভালোবাসো?
গল্প সাজাতে চাও-
নতুন করে বাঁচার?
তুমি কি আপন করতে চাও আমায়?

নিজেকে লুকিয়ে রাখি,
আপনার অনুভূতি মরে যায় যাক,
কবিতার শব্দ খুঁজে পাই না-
তাই তোমাকে বলতে দ্বিধায় মরি,
ভালোবাসি।

শত বণিতা ছেড়ে,
পাশে থাকার আয়োজনে,
যদি বলতে পারো ভালোবাসি-
তবে দ্বিধাহীনভাবে বলবো,
ভালোবাসি।

তোমার চোখ যুগল বলে যায়,
তুমি জানতে চাও আমায়,
তাই বোধোদয়ের জাগরণে বুঝি-
ভালোবাসো আমায়।

দু’চারি শব্দের সমাবেশে,
এই বসন্তের শুভ দিন দেখে,
জানিয়ে দিও-
ভালোবাসো তুমি দ্বিধাহীনভাবে।

287 Views

আরও পড়ুন

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ